ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের চরাঞ্চলে গরুর ‘লাম্পি স্কিন ভাইরাস’ সংক্রমণ

সিরাজগঞ্জের চরাঞ্চলে গরুর ‘লাম্পি স্কিন ভাইরাস’ সংক্রমণ

সিরাজগঞ্জে যমুনার তীরবর্তী কাজিপুর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে চিকিৎসার অভাবে অনেক কৃষকের গরু মারা যাচ্ছে। এ নিয়ে কৃষকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে ওই উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ি, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুরনগর ও চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন স্থানে গরুর এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত গরুর শরীরে ফোসকা, জ্বর, ক্ষত ও দুর্বলতা দেখা দেয়। এ কারণে গরু খাওয়ার রুচি কমে যায় এবং ক্রমাগতভাবে গরু দুর্বল হয়ে পড়ে। এ রোগে আক্রান্তে বেশ কিছু গরু চিকিৎসার অভাবে ইতোমধ্যেই মারা গেছে এবং অনেক স্থানে আরো বহু গরু আক্রান্ত রয়েছে।

কৃষকেরা বলছেন, কয়েক সপ্তাহ ধরে এ রোগ চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ রোগ প্রতিরোধে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ তেমন ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে ওই চর এলাকার বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১০/১২ টি গরু মারা গেছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান বলেন, লাম্পি স্কিন ডিজিজ এক ধরনের মশা মাছি বাহিত ভাইরাস জনিত রোগ। এ রোগের কোনো প্রতিষেধক এখন সাপ্লাই নেই। তবে বাজার থেকে ভ্যাকসিন ক্রয় করে গরুর চিকিৎসা করতে হবে। এ মশামাছির হাত থেকে বাঁচাতে গরুকে মশারির ভেতর রাখতে হবে। আক্রান্ত গরুকে লেবু খাওয়ানো ও প্যারাসিটামল দেওয়া যেতে পারে। এছাড়া দুর্গম চরাঞ্চলে পশু চিকিৎসা সেবা পৌঁছাতে হিমশিমে পড়তে হয়। তবে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জরুরি সেবা দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক আলোকিত বাংলাদেশকে বলেন, ইতোমধ্যেই চরাঞ্চলে ওই রোগে আক্রান্ত পশু চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে এবং স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ আক্রান্ত পশু সেবা দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

চরাঞ্চল,গরু,লাম্পি স্কিন,সংক্রমণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত