কক্সবাজারের চকরিয়ায় বনভূমির জামগাছ কেটে তৈরি করা সেমিপাকা ঘর গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বিটের হাঁসের দীঘি এলাকায় এ অভিযান চালানো হয়।
একই সঙ্গে ওই এলাকায় বন্যপ্রাণী অভয়ারণ্য পরিষ্কার করে দখল করে দেওয়া একটি ঘেরাও ভেঙে দিয়ে বনভূমি উচ্ছেদ করা হয়।
বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি বনভূমির জামগাছ কেটে ভবন নির্মাণ করার খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সেমিপাকা ঘর উচ্ছেদ করা হয়। পাশাপাশি একটি বাড়ির কাগজ আছে দাবি করায় আপাতত উচ্ছেদ করা হয়নি। বনবিভাগের সার্ভেয়ার দিয়ে পরিমাপ সিদ্ধান্ত হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।