চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে গরুর খাওয়ানোর জন্য জন্য বিদ্যুতচালিত মেশিনে ঘাস কাটছিলেন আক্তারুজ্জামান। এসময় অসাবধানতাবশত ঘাসকাটা মেশিনের বিদ্যুতে বিদ্যুতায়িত হয়ে স্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে গেলে ছোটভাই আলম হোসেনও বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ন কবীর জানান, মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।