ঢাকা রোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

চুয়াডাঙ্গা - ঝিনেদাহ মহাসড়কের জাফরপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত এবং শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে । আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক । গত শুক্রবার রাত সাড়ে ৭ তার দিকে এই ঘটনা ঘটে । নিহতারা হলেন , সদর উপজেলার গ্রামের মাসুরা খাতুন (৫৮) , আবু তালেব (৬০) ও ইজি বাইক চালক আরিফুল ইসলাম (৪০) । এই সময় ৪ জন গুরুতর আহত হয় ।

পুলিশও এলাকাবাসী সূত্রে জানা যায় , গত শুক্রবার রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন বাড়ি জাফরপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সদর উপজেলার হিজল গাড়ি গ্রামের আশকার আলীর মেয়ে মাসুরা খাতুন , চুয়াডাঙ্গা শহরের মুসলিম পাড়ার আলী মুন্সির ছেলে আবু তালেব ও ইজিবাইক চালক দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আরিফুল ইসলাম নিহত হয়

এ সময় দেলোয়ার হোসেন , আল আমিন , ফাহাদ আহমেদ , ও ইয়াসমিন গুরুতর আহত হয়

তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তার আল ইমরান ঘটনা সত্যতা নিশ্চিত করেছে ।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান , নিহতদের কে ঘটনাস্তাতে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল বর্গে পাঠানো হয়েছে ।

দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত