ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কু‌ড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

কু‌ড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বাইসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামের রাজারহা‌টে ট্রেনে কাটা প‌ড়ে নিবাস চন্দ্র সরকার (৪০) না‌মে এক ব‌্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে।

সোমবার (৭জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে তিস্তা-রাজারহাট সড়‌কে সুন্দরগ্রাম পুটিকাটা মো‌ড়ে এ ঘটনাটি ঘ‌টে। তিনি ওই এলাকার বলাইচন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিবাস চন্দ্র সরকার সোমবার বি‌কে‌লে তার ব‌্যবহৃত বাইসাইকেল‌টি নি‌য়ে গরুর ঘাস নি‌তে বের হন। এসময় রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা পৌঁ‌ছি‌লে কু‌ড়িগ্রামগামী লোকাল‌ ট্রেন‌টি ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তছলিম উদ্দিন ব‌লেন, বিষয়‌টি লালমনিরহাট রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

কু‌ড়িগ্রাম,ট্রেন,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত