ব্রাহ্মণবাড়িয়ায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কমিটি।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি, সাবেক জেলা সভাপতি আরশাদুল ইসলাম, নাসিরনগর উপজেলার আহ্বায়ক আলী আকরাম খন্দকার স্বপন, বিজয়নগর উপজেলার সভাপতি তাছলিমা খন্দকার, সদর উপজেলা সাধারণ সম্পাদক নাজির আহমেদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অজিত দেবনাথ, রাজীব চন্দ্র দাস, সুজন খান, আলমাছ উদ্দিন, আল মামুন, ফজল প্রমুখ।
বক্তারা ছয় দফা দাবি তুলে ধরে বলেন, দাবিগুলো বাস্তবায়িত হলে স্বাস্থ্য সহকারীদের মর্যাদা, বেতন কাঠামো এবং ক্যারিয়ার উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। এই ৬ দফা দাবি শুধু চাকরি উন্নয়ন নয়, স্বাস্থ্য ব্যবস্থায় ভূমিকা রাখা হাজারো মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার।
নেতৃবৃন্দরা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।