ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

হিমছড়ি সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

হিমছড়ি সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে হিমছড়ি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন- ঢাকা মিরপুরের এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে সাদমান রহমান সাবাব (২১)।

নিখোঁজ অপর দুজন হলেন বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবাব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন শিক্ষার্থীকে উদ্ধারে সাগরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

সী সেফ লাইফ গার্ডের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ৫ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে আসেন গতকাল। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সকালে হিমছড়ি সৈকতে যান। যার মধ্যে দুজন বাঁধের উপরে বসে ছিলেন আর বাকি ৩ জন বাঁধের নিচে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যান। যার মধ্যে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, বৃষ্টি আর আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

নিহতের সহপাঠীরা জানান, গতকাল সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশ্যে আমরা ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের ৪ জন ও আরবি বিভাগের ১ জনসহ মোট ৫ জন কক্সবাজার বেড়াতে আসি। রাতে সেখানে অবস্থান করার পর সকাল সাড়ে ৫টার দিকে আমরা বীচে ঘুরতে যায়। শুরুতে আমাদের কারোরই গোসল করার ইচ্ছে ছিল না। কিন্তু সাদমান রহমান সাবাব শুরুতে গোসলে নেমে পড়ে। তার দেখাদেখি আসিফ এবং অরিত্রও নেমে পড়ে গোসলে। আমি আর আরবি বিভাগের একজন উপরে দাঁড়িয়ে তাদের ছবি তুলছিলাম। শুরুতে ঢেউ বেশি ছিল না। কিন্তু হঠাৎ বড় ঢেউ আসতে শুরু করে, তারা উঠে আসার চেষ্টা করেছে কিন্তু পারেনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চারজন ও অন্য বিভাগের একজনসহ মোট পাঁচজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করেছি। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

হিমছড়ি,চবি শিক্ষার্থী,মৃত্যু,নিখোঁজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত