অনলাইন সংস্করণ
১৭:০১, ০৮ জুলাই, ২০২৫
চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প এবং থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১২৬ বোতল বিদেশি মদ ও হুইস্কি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাত দেড়টায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাজীগঞ্জ পৌর মকিমাবাদ ০৫ নং ওয়ার্ডে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশ। এসময় সুবেদ চন্দ্র পাল এর ভাড়াকৃত গোডাউন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১২৬ বোতল বিদেশি মদ ও হুইস্কি উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ৫ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।
এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি সুবেদ চন্দ্র পাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার বিনন্দিয়ারচর গ্রামে ।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পলাতক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এসময় মাদকসহ সকল অপরাধ নির্মূলে সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।