পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক আমজাদ হোসেন যোগদান করেছেন। অধ্যক্ষের যোগদান উপলক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।
সোমবার (৭ জুলাই) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজে অধ্যক্ষের রুমে নতুন অধ্যক্ষ আমজাদ হোসেনকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কবিতা চাকলাদার এবং শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নতুন যোগদানকৃত অধ্যক্ষকে সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, ২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২, শাখা থেকে উপসচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক আমজাদ হোসেনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
ঈশ্বরদীর পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে ৩ সেপ্টেম্বর ১৯৬৮ সালে আমজাদ হোসেন জন্মগ্রহণ করেন। ১৬ তম বিসিএস এর এই শিক্ষক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন।