ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শিশু জন্মের ২৪ ঘন্টার মধ্যে জন্ম সনদ দিলেন দর্শনা পৌরসভার স্বাস্থ্যকর্মীরা

শিশু জন্মের ২৪ ঘন্টার মধ্যে জন্ম সনদ দিলেন দর্শনা পৌরসভার স্বাস্থ্যকর্মীরা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক শিশু জন্মের ২৪ ঘন্টার মধ্যে তার জন্মসনদ প্রস্তুত করে পিতামাতার হাতে তুলে দিয়েছেন পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন টিম ও স্বাস্থ্যকর্মীরা। এসময় তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছাও জানানো হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে দর্শনা পৌরসভার পুরাতন বাজারের একটি বেসরকারি ক্লিনিকে পৌরসভার রামনগর গ্রামের বাসিন্দা রিমন হোসেন ও টুম্পা খাতুন দম্পত্তির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। তার নাম রাখা হয়েছে রুকাইয়া জান্নাত।

রুকাইয়ার জন্মের খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের নির্দেশনায় ও দর্শনা পৌরসভার প্রশাসক সহকারী কর্মকর্তা (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান এর নেতৃত্বে দর্শনা পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন টিম যাবতীয় তথ্য সংগ্রহ করেন এবং ২৪ ঘন্টার মধ্যেই জন্ম সনদ প্রস্তুত করে ক্লিনিকে অবস্থানরত নবজাতক শিশু রুকাইয়া জান্নাতের পিতামাতার হাতে পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার প্রধান সহকারী রুহুল আমীন খান, টিকাদান সুপারভাইজার আব্দুল মজিদ, জন্মও মৃত্যু নিবন্ধন সহকারী মেহেদী হাসান, ও পৌরসভার স্বাস্থ্যকর্মী, কাকলী খাতুন, মাকসুদা খাতুন, নিপা মোনালিসা, শ্যামলি খাতুন ও মাসুমা খাতুন।

জন্ম সনদ,দর্শনা পৌরসভা,স্বাস্থ্যকর্মী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত