সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা দক্ষিণপাড়া খালের উপর একটি ব্রিজের ২ পাশের রেলিং ভেঙ্গে যাওয়ায় চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এ ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ৮ গ্রামের মানুষ। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত খালের উপর প্রায় ৩১ বছর আগে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশল বিভাগ এ ব্রিজ নির্মাণ করে। এ ব্রিজ নির্মাণের প্রায় ১০ বছর পর ওই ব্রিজের উভয় পাশের রেলিং ভেঙ্গে যায়। রেলিং ভাঙ্গা জরাজীর্ণ ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। বিশেষ করে ৮ গ্রামের সাধারণ পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন ছোটখাট যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রতিনিয়ত ছোটখাট দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেলিং ভাঙ্গা ও জরাজীর্ণ এ ব্রিজের উপর দিয়ে দিনের বেলাতেও মানুষ সাবধানে চলাচল করছে। আর অন্ধকার রাতে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। সেইসাথে এ ব্রিজ চলাচলের অযোগ্য হওয়ায় কৃষি পণ্য নিয়ে হাট বাজারে যেতেও চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে এবং কয়েকদিন আগে ১টি গরু ওই ব্রিজ থেকে পরে মারাও গেছে। এ বিষয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কাজ হয়নি। বর্তমান সরকারের কাছে এ ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জোর দাবি করছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রবিউল আলম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অনেক ব্রিজ সংস্কার ও পুনঃ নির্মাণের প্রস্তাবনা দেয়া রয়েছে। তবে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ওই ব্রিজ পুনঃনির্মান বা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সাইফুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, সরজমিনে ওই ব্রিজ পরিদর্শন করে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।