ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জামিরতা-গুধিবাড়ী সড়কে খানাখন্দ, দুর্ভোগে ৯ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে জামিরতা-গুধিবাড়ী সড়কে খানাখন্দ, দুর্ভোগে ৯ গ্রামের মানুষ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা-গুধিবাড়ী আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গা ও গর্তসহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এ সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে ৯ গ্রামের মানুষ। এ জনদুর্ভোগের সৃষ্টি হলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পূর্বাঞ্চলের জামিরতা বাজার থেকে গুধিবাড়ী প্রায় ৭ কি. মিটার এ সড়কের অধিকাংশ স্থানে গর্তসহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ জনগুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক দিয়ে এলাকার ৯ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে এ সড়ক দিয়ে জামিরতা উত্তর পাড়া, জামিরতা পূর্বপাড়া, ভাটপাড়া, গুধিবাড়ী, জাফরগঞ্জ ও লোহিন্দাকান্দি গ্রামের জন সাধারণের চলাচলে দূর্ভোগের শেষ নেই। প্রতিদিনই এসব গ্রামের মানুষ জামিরতা বাজার, শাহজাদপুর উপজেলা অফিস আদালতে যাতায়াত করতে হয় এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও ছোটখাট ব্যবসায়ীরা চলাচল করে।

স্থানীয়রা বলছেন, এ সড়ক জুড়ে প্রায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। মনে হয় স্থানীয় প্রশাসনের এ সড়ক দেখার কেউ নেই। তবে ভারী যানবাহন চলাচলের কারণেই এ সড়কের এ অবস্থা হয়েছে। যে কারণে এ সড়ক এখন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে প্রায় আধা ঘন্টার রাস্তা যেতে এখন দেড় ঘন্টা সময় লাগে এবং এ ঝুঁকিপূর্ণ সড়কে সিএনজি, অটোভ্যানসহ অন্যান্য ছোটখাট যানবাহন চলাচলে ভাড়াও এখন প্রায় দ্বিগুণ বেশি নিচ্ছে। আর সেইসাথে ছোটখাট দুর্ঘটনাও ঘটছে প্রতিদিন। সড়কটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেও কাজে আসেনি।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকৌশল বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, জামিরতা-গুধিবাড়ী আঞ্চলিক সড়কের খানাখন্দের বিষয়ে জেনেছি। তবে এ সড়ক সংস্কারে এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান আলোকিত বাংলাদেশকে জানান, ওই সড়কে খানাখন্দের কারণে স্থানীয় জনসাধারণ চলাচলে দূর্ভোগের বিষয়টি জেনেছি। জনস্বার্থে এ সড়ক দ্রুত সংস্কারের জন্য ইতোমধ্যেই এলজিইডি নির্বাহী প্রকৌশলী সিরাজগঞ্জকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসককেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সড়ক,খানাখন্দ,দুর্ভোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত