মুন্সীগঞ্জে ফ্যাসিবাদ বিরোধী, জুলাই বিপ্লব, নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ সদর ও পৌর শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জের সদর উপজেলা সদর সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদারের সভাপতিত্বে সেক্রেটারি হাফেজ মোহাম্মদ সাঈদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি সানাউল্লা কাসেমী।
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে দেশকে গঠন করতে হবে। এজন্য আমাদের প্রতিটি গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মো. জসিম উদ্দিন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম মুজাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ পৌর শাখার সেক্রেটারি, মুফতি মো. ওমর ফারুক, বামুক মুন্সীগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আহমদ সরদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা জুলাই বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন।