ঢাকা সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কর্ণফুলী ইপিজেডে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

কর্ণফুলী ইপিজেডে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী ইপিজেডে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটসহ নৌবাহিনীর একটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে দমকলকর্মীরা।

জান্ট এক্সেসোরিজ নামে ফোম কারখানাটিতে কিভাবে আগুনের সূত্রপাত, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুনের ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানাটি বন্ধ থাকায় শ্রমিক ছিল না বলে জানিয়েছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা)।

চট্টগ্রাম,কর্ণফুলী ইপিজেড,কারখানায় আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত