ঢাকা শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সোহাগ

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সোহাগ

ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী সোহাগকে শেষবারের মতো নিজ গ্রামের বাড়িতে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। শনিবার সকাল দশটায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে, শুক্রবার রাতে সোহাগের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পরিবারের দাবি, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া এবং দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেয়ার কারণেই সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি করেছেন। পাশাপাশি পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবিও জানিয়েছেন স্বজনরা।

এদিকে পরিবারের অভিযোগ, হত্যা মামলার এজাহারে নাম থাকা তিন আসামিকে বাদ দিয়ে পুলিশ অন্য তিনজনকে আসামি করেছে। কীভাবে এই পরিবর্তন হলো, সে বিষয়ে বাদীর জানা নেই বলে জানানো হয়েছে।

পরিবার ও এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শায়িত সোহাগ,মায়ের কবরের পাশে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত