ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে কাঙ্ক্ষিত ফল না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জে কাঙ্ক্ষিত ফল না পেয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৫ পেয়েও কাঙ্ক্ষিত ফল না হওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেছেন মোছাঃ তানহা আক্তার (১৮) নামে এক মেধাবী ছাত্রী।

শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের ধুতুরা বাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

তানহা ধুতুরা বাড়ি গ্রামের মন্তাজ মাস্টার ও সেলিনা আক্তারের মেয়ে। সে বিজ্ঞান বিভাগের একজন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, তানহা তার এসএসসি ২০২৫ পরীক্ষার ফল নিয়ে অত্যন্ত আশাবাদী ছিল। কিন্তু ৪.৯৫ জিপিএ পাওয়ার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। এই ফল সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না।

আজ বিকেলে নিজ বাড়ির বিল্ডিং ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তানহা।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পরীক্ষার রেজাল্ট আসানুরূপ না হওয়ায় তানহা আত্মহত্যা করেছেন। তার খুব আত্নবিশ্বাস ছিল সে জিপিএ ফাইভ পাবে। ফলাফল প্রকাশের পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিল তানহা। পরিবারটি সচেতন হলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মানিকগঞ্জ,পরীক্ষার্থী,আত্মহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত