২৪-এর ভয়াবহ বন্যার পর সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করা হলে ২৫-এ মানব সৃষ্ট জলাবদ্ধতার শিকার হতে হতো না বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার।
রোববার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
এসময় জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দূরীকরণ ও অবৈধ খাল দখল-সহ ড্রেনেজ ব্যবস্থা সচল, পানি প্রবাহ সঠিক ভাবে চালু রাখতে ও জনদুর্ভোগ কমাতে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির সাইয়েদ আহম্মদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, সাংবাদিক বোরহান উদ্দিন, পৌর আমির মাওলানা ইউছুফ-সহ জেলা-উপজেলা ও পৌর জামায়াতের কর্মীসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন স্থানের অবৈধ খালদখল রোধ, ড্রেনেজ ব্যবস্থা সচল না করা হলে আগামীতে জেলার মানুষকে আরও ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হবে। তিনি জরুরিভাবে জলাবদ্ধতা নিরসনে করণীয় ঠিক করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন।