ঢাকা রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় সানজিদ রেজা (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর হরিনখাইন এলাকার মো. সেলিম রেজার ছেলে। নিহত সানজিদ চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী বাসের চাকার নিচে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেফার্ড করেন। এ অবস্থায় চমেক হাসপাতালে আইসিইউতে সিট না থাকায় তাকে দ্রুত নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করে।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সানজিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাসচাপা,মোটরসাইকেল,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত