চাঁদপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নবজাগরণের আয়োজনে হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ডে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার আহমেদ প্লাজার পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার নিশান রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মোহাম্মদ সুমন, রাসেল, সৌরভ ও অভিভাবক হানিফ মিয়াসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, নবজাগরণ সামাজিক সংগঠনের উদ্যোগে এ বছরের ন্যায় প্রতি বছর এসএসসি, দাখিলসহ বিভিন্ন পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে। এই সংবর্ধনা প্রতিটি শিক্ষার্থীকে আগামী দিনে আরো ভালো ফলাফলে উৎসাহ যোগাবে।
এসময় অতিথিবৃন্দ আরো বলেন, আল্লাহ যেন এই সংগঠনকে আরো বেশি বেশি সামাজিক মহৎ কাজের উদ্যোগ নেওয়ার মাধ্যমে মানুষের, সমাজের, রাষ্ট্রের সেবা করতে পারে। সে জন্য সংগঠনের সকল সদস্যকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানের অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।