সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এলংজানি দাখিল মাদ্রাসা থেকে ২ বছরে দাখিল পরীক্ষায় (পাসের হার শূন্য) কেউ পাস করতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার ফলাফলে ওই মাদ্রাসা থেকে কোন পরীক্ষার্থী পাস করেনি।
এ বছর ওই মাদ্রাসায় পরীক্ষায় ১৪ জন শিক্ষার্থী অংশ নেয় । এর আগের বছর ২০২৪ সালে ওই মাদ্রাসার ১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাস করেনি। এ দুই বছর ধরে ওই মাদ্রাসা থেকে কোন পরীক্ষার্থী পাস না করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয়রা বলছেন, উক্ত প্রতিষ্ঠানের প্রশাসনিক অবস্থা দুর্বল, শিক্ষকদের চরম অবহেলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিক্ষকেরা নিয়মিত ক্লাস না নিয়ে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ না থাকায় শিক্ষার্থীরা ক্লাসে আসতে আগ্রহ হারিয়ে ফেলেছে।
তবে ওই মাদ্রাসার সুপার শাহাদত হোসেন বলেন, প্রত্যন্ত দুর্গম অঞ্চলে এ শিক্ষা প্রতিষ্ঠান। এ অঞ্চলে শিক্ষার্থীদের তেমন আগ্রহ নেই এবং নিয়মিত ক্লাসেও আসে না। এ কারণে দুই বছর ধরে ফলাফল খারাপ হয়েছে। এ কলঙ্ক থেকে এবার পাঠদানে কঠোর এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আনার ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত আলোকিত বাংলাদেশকে বলেন, দুই বছরে ওই প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী পাস করেনি এবং এ বিষয়টি খুবই দুঃখজনক। ইতোমধ্যে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।