নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা দুটি ডিগ্রি মাদরাসার দুজন আলেমে দ্বীন বিদায় নিলেন দুই দিনের ব্যবধানে। তাদের জানাজায় উপস্থিত হন হাজারও আলেম, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক।
উপজেলার পদি পাড় ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ আবুল বাসার নোমান গতকাল চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে সন্তান রেখে যান। কর্মস্থল পদিপাড়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে দ্বিতীয় জানাজা খুরশিদ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, মাওলানা বোরহান উদ্দিন। জানাজা শেষ পারিবারিক কবরে তার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সমবেদনা জানিয়েছেন মাদরাসার সভাপতি এম এ খান বেলাল।
এছাড়া উপজেলার কুতুবপুর ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুজ জাহের (কচি হুজুর) দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। জেলা ফহেতপুর মাদ্রাসা মাঠে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় জেলা জামায়াতে ইসলামীর জেলা আমির ইসহাক খন্দকার, সামীম সাইদী-সহ শত শত মুসল্লী উপস্থিত ছিলেন।