ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন বিএনপি নেতা তুহিন

২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন বিএনপি নেতা তুহিন

একটি হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগ শেষে মুক্তি পেলেন পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

সোমবার (১৪ জুলাই) সকাল পৌনে এগারোটার দিকে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

এ সময় কয়েক হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তাকে আনন্দ মিছিল করে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে হাজির হন নেতাকর্মীরা। সেখানে তাকে বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও কারামুক্ত শরিফুল ইসলাম তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ডিপি নুর মাসুম বগা, ডা. আহমেদ মোস্তফা নোমান ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তুহিনকে ফুলের মালা পরিয়ে হাজারো নেতাকর্মী মোটরসাইকেলসহ গাড়ি বহর নিয়ে তার নিজ এলাকা ঈশ্বরদীতে পৌঁছান। সেখানে কেন্দ্রীয় বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে তাকে সংবর্ধনা জানানো হয়। মুক্তি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম তুহিনসহ জেলা বিএনপির নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০০৩ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি ২২ বছর কারাভোগ করেন। একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে দেয় বলে বিভিন্ন সময় দাবি করা হয়।

দীর্ঘ প্রতিক্ষার পর চলতি বছরের গত ১০ এপ্রিল বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কারা-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার কর্তৃক সাজা মওকুফ করায় ২৯ জন কয়েদির মুক্তির কথা বলা হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম তুহিন এর নামও রয়েছে।

কারাভোগ,মুক্তি,বিএনপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত