কক্সবাজার অফিস
কক্সবাজার সমুদ্র সৈকতে এবার গোসলে নেমে প্রাণ হারিয়েছে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী রাইয়ান নূর আবু সামিম।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সৈকতের নিয়োজিত লাইফগার্ড কর্মী ওসমান গনি।
রাইয়ান নূর আবু সামিম কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।
ওসমান গনি জানান, স্কুল মাঠে ফুটবল খেলার পর ৭-৮ জন শিক্ষার্থীর একটি দল শৈবাল পয়েন্টে গোসলে নেমে। ওখানে লাইফগার্ড কর্মী দায়িত্ব পালন করে না। সমুদ্র স্নানে নেমে ঢেউয়ের পানি খেয়ে একজন মুমূর্ষু হয়ে পড়েন। পোনা অহরণকারী ও বিমানবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে এক বছরে সাগরে গোসলে নেমে মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে গত ৮ জুলাই মঙ্গলবার সকাল ৭টায় অরিত্র হাসানসহ তার আরও দুই সহপাঠী সাগরে ভেসে যায়। দুই জনের মরদেহ পাওয়া গেলে অরিত্র হাসান এখনও নিখোঁজ রয়েছেন।