ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্লকেড কর্মসূচি

নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্লকেড কর্মসূচি

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতা জেলা শহর মাইজদীতে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নোয়াখালী সুপার মার্কেটের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তাগণ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,ব্লকেড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত