ঢাকা সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কাঁঠাল-মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জে কাঁঠাল-মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- ওই গ্রামের তাঁত শ্রমিক নুরুল হকের ছেলে বাকি বিল্লাহ (৫) ও মেয়ে আছিয়া খাতুন (৪)। এ ঘটনায় ওই পরিবারে এখনও শোকের মাতম চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পরিবারের সবাই কাঁঠাল ও মুড়ি খায়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন আলোকিত বাংলাদেশকে জানান, ওই দুই শিশুর মৃত্যুর কথা জেনেছি। ধারণা করা হচ্ছে, খাদ্য বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

মৃত্যু,বিষক্রিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত