মুন্সীগঞ্জে ইসালামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদকের আওতাধীন মিডিয়া ও দাওয়াহ বিষয়ক উপ-কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার সিপাহীপাড়ায় আই এ বি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ।
তিনি "দাওয়াহ বিষয়ক" দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ইসলাম দেশ মানবতার অতন্দ্র প্রহর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাজকে তৃণমূল পৌঁছে দেওয়ার জন্য দাওয়া বিভাগ এবং মিডিয়া বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার নির্দেশ প্রদান করেন।
কর্মশালার ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে মুহা. মুরসালিন ও মুহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার দায়ী, মিডিয়া এক্টিভিস্ট ও সাংগঠনিক কর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী সোহরাব হোসাইন ফারুকী, বিশিষ্ট সাংবাদিক মো. মাসুদ রানা।
অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন দাওয়াহ বিশেষজ্ঞ উপ-কমিটি এবং মিডিয়া উপ-কমিটির দায়িত্বশীল বৃন্দ।