সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে অর্ধলাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন। ওই আদালতের পিপি মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৬ সালের ১৪ আগস্ট সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতি গ্রামের আবু তাহেরের মেয়ে তাহমিনা খাতুনের সঙ্গে কামারখন্দের সুলতানের বিয়ে হয়। যৌতুকের দাবিতে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে এবং ১ লাখ টাকা যৌতুক দাবী করে স্বামী।
একপর্যায়ে ২০১৯ সালের ৮ আগস্ট সুলতান স্ত্রীকে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ৭জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ এ মামলার তদন্ত শেষে স্বামী সুলতানের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।