জুলাই অভ্যুত্থানের স্বরণে সিরাজগঞ্জে ৩ কিঃ মিটার জুড়ে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। শুক্রবার সকালে যমুনা নদীর তীরবর্তি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে ম্যারাথন শুরু হয় এবং এ ম্যারাথন ৩ নম্বর ক্রসবাধের চরমালসাপাড়া এলাকায় গিয়ে শেষ হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারুক হোসেন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ ম্যারাথন উপ-কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এ ম্যারাথন পরিচালনা করেন। প্রতীকী ম্যারাথনে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ ও আহত পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী, খেলোয়াড়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।