ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যাংকের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

ব্যাংকের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

রংপুরে তিনটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মীর কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি ও ভুয়া লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিরাপত্তাকর্মী শাহাদাত হোসেনের (২৬) কাছ থেকে একটি অবৈধ ১২ বোরের দোনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি এবং ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়। এ সময় শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার শংকপুর গ্রামের সাইদুর সাকলাইনের ছেলে এবং এলিট সিকিউরিটি ফোর্সের কর্মী।

একই রাতে নগরীর মাজেদা কমপ্লেক্সে যমুনা ব্যাংক পিএলসি রংপুর শাখায় অভিযান চালিয়ে নিরাপত্তাকর্মী মো. জহুরুল হকের (২৭) কাছ থেকে একটি অবৈধ ১২ বোরের একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও ভুয়া লাইসেন্স উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ রাধানগর এলাকার আব্দুস সালামের ছেলে এবং তিনিও এলিট সিকিউরিটি ফোর্সের কর্মী।

অপরদিকে, দেওয়ানবাড়ি রোডে অভিযান চালিয়ে ডাক বাংলা ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. মোশফেকুর রহমানের (৪১) ব্যবহৃত একটি অবৈধ ১২ বোরের একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি এবং ভুয়া লাইসেন্স উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। মোশফেকুর মিঠাপুকুর উপজেলার হাতিমপুর গ্রামের মো. আব্দুল বাতেনের ছেলে এবং বিগ সিকিউরিটি অ্যান্ড লজিস্টিকস সার্ভিস লিমিটেডের কর্মী।

ওসি আতাউর রহমান বলেন, ‘মোশফেকুর রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিকেলে রংপুর মহানগর আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।’

গ্রেপ্তার ২,অবৈধ অস্ত্র উদ্ধার,ব্যাংকের নিরাপত্তাকর্মী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত