ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে খরিপের পর রবি সবজিতে স্বপ্ন কৃষকদের

লালমনিরহাটে খরিপের পর রবি সবজিতে স্বপ্ন কৃষকদের

লালমনিরহাটে খরিপ মৌসুমের পর এবার রবি মৌসুমের আগাম সবজি চাষে নতুন করে আশায় বুক বাঁধছেন কৃষকরা। জেলার বিভিন্ন এলাকায় রবি মৌসুম শুরুর আগেই মাঠে নেমে পড়েছেন তারা। যদিও মৌসুম শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি, তবুও চাষিরা আগাম জাতের সবজি ফলাতে ব্যস্ত হয়ে উঠেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে তারা ভালো ফলনের আশা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বছরে প্রধানত দুই মৌসুমে সবজি চাষ হয়—খরিপ ও রবি। খরিপ মৌসুমের সবজি উত্তোলন এখনও শেষ হয়নি, এর মধ্যেই চাষিরা আগাম রবি মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাঠজুড়ে তৈরি হচ্ছে বীজতলা, যার বেশিরভাগেই লাগানো হচ্ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লালশাকসহ নানা সবজির বীজ।

কৃষকদের ভাষ্য অনুযায়ী, আগাম সবজি চাষে লাভ যেমন বেশি, ঝুঁকিও তেমনি রয়েছে। বিশেষ করে বীজতলার সময় অতিবৃষ্টি কিংবা অতিরিক্ত গরমের কারণে ফলন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের চাষি হযরত আলী জানান, বীজতলার জন্য উঁচু জমি বাছাই ও পানি নিষ্কাশনের ব্যবস্থাসহ ছাউনি তৈরিতে বাড়তি খরচ হলেও ফলন ভালো হলে লাভও হয় বেশি।

তিনি আরও জানান, লালমনিরহাটের সবজির দেশের বিভিন্ন জেলায় ভালো চাহিদা রয়েছে। এজন্য কৃষকেরা রবি মৌসুমকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার শিয়ালখাওয়া, চাপারহাট, ভোটমারী, দৈখাওয়া, সিঙ্গিমারী, কুমড়িরহাট, চন্দনপাট, বড়কমলাবাড়ী, হাজীগঞ্জ, চন্ডীমারি, কর্ণপুর, দুড়াকুটি, ফুলগাছ ও কোদালখাতাসহ অনেক এলাকাতেই বছরে বারো মাস সবজি চাষ হয়। তবে রবি মৌসুমে এসব এলাকার উৎপাদন আরও বেশি হয়।

সবমিলিয়ে লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষকে ঘিরে যেমন কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনি কৃষকের মুখেও ফুটেছে আশার হাসি।

রবি সবজিতে স্বপ্ন কৃষকদের,লালমনিরহাটে খরিপ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত