ঢাকা সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল হিসাবরক্ষকের

নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল হিসাবরক্ষকের

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হেস’-এর হিসাবরক্ষক মাসুম আলম (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) জোহরের নামাজ আদায় শেষে ঈশ্বরদী আলিম মাদ্রাসা মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে বেপরোয়া গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত মাসুম আলম ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম আলম প্রতিদিনের মতো জোহরের নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

নামাজ শেষে,বাড়ি ফেরার পথে,প্রাণ গেল,হিসাবরক্ষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত