ঢাকা সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

সোনাইমুড়িতে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সোনাইমুড়িতে নৌকা ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকাডুবির ঘটনায় আদিবা ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিবা পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আদিবা বাড়ির পাশের জলাশয়ে নৌকায় করে আরও ৪-৫ জন শিশু-কিশোরীর সঙ্গে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকাটি মাঝ জলাশয়ে উল্টে গেলে সবাই সাঁতরে উঠে এলেও আদিবা ডুবে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শিক্ষার্থীর মৃত্যু,নৌকা ডুবে,সোনাইমুড়ি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত