নেত্রকোনার দুর্গাপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসত ঘর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
তারা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)। স্বামী সোহাগ পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের ২ বছরের একটি মেয়ে রয়েছে। রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান এই দম্পতি। পরে ভোরে বাড়ির অন্যরা ঘরের ভেতরে ধরনার সাথে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলতে দেখে চিৎকার করে। এসময় স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।