বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, পতিত স্বৈরাচার আর বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পাবে না।
রোববার (২০ জুলাই) দুপুরে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের সামনে জেলা কৃষকদলের উদ্যোগে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে তারা নানা ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য বিএনপির বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ স্লোগান, বক্তব্য দিয়েছে। যেটা আমাদের রক্ত গরম করেছে। আমরা অনেক ধৈর্য, সাহসিকতার পরিচয় দিয়েছি। তারা গায়ে পা দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করতে চায়। পতিত স্বৈরাচার সরকারকে ফিরিয়ে আনার জন্য, রাজনীতিতে পুনর্বাসনের জন্য তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচার সরকার বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না।
নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, বিজি রশিদ নওশের, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, কৃষক দলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েলসহ প্রমুখ।
পরে নেতৃবৃন্দ আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।