ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জামালপুরে জুয়ার আসর থেকে যুবদল নেতা আটক

জামালপুরে জুয়ার আসর থেকে যুবদল নেতা আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেনকে আটক করা হয়েছে। এসময় ওই আসর থেকে আরো ৬ জুয়ারিকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

এর আগে, রোববার দিবাগত রাত আড়াইটায় দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটি পাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) তাদের আটক করেন।

গ্রেপ্তারকৃত আকরাম হোসেন এর বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে। এছাড়াও আটক বাকিরা হলেন- আব্দুল মাজেদ (৫০), কুদ্দুস মিয়া (৫৮), বিল্লাল হোসেন (৩৫), আজিজুর রহমান (৫৫), সুমন মিয়া (৪৫), চান মিয়া (৬০)।

জামালপুর জেলা পুলিশের ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, গোপন সংবাদের খবর পেয়ে ওই রাতে জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন ডিবি-২ এর একটি দল। অভিযানে ওই আসর থেকে দেওয়ানগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সহ ৭ জনকে আটক করে ডিবি সদস্যরা।

পরে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং সোমবার (২১ জুলাই) দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

জুয়ার আসর,যুবদল নেতা,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত