ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মামলায় মৃত ব্যক্তির নাম, এলাকাবাসীর ক্ষোভ

তদন্তে ব্যবস্থা নেয়া হবে বললেন ওসি
সিরাজগঞ্জে মামলায় মৃত ব্যক্তির নাম, এলাকাবাসীর ক্ষোভ

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ১ বছর পরে দায়ের করা মামলায় মৃত ব্যক্তি রোকন ফারুকীর নাম দেয়া হয়েছে। তিনি ৪ মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মৃত ওই ব্যক্তিকে ৫৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মৃত রোকন ফারুকী তাড়াশ উপজেলার হিমনগর গ্রামের মৃত আজিজ ফারুকীর ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৯ জুলাই) মো. শাহিন বাবু বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। এ মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১২০-১৫০ জনকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গতবছর ৪ আগস্ট দুপুরে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় একটি কর্মসূচিতে অংশ নেয়ার সময় বাদী হামলার শিকার হন।

এদিকে ছাত্রলীগ নেতা মৃত রোকনের পরিবার বলছেন, ছাত্রলীগ নেতা রোকন ফারুকী গত ২৪ মার্চ মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ কোর্টে যাওয়ার পথে হরিনচড়া বাজার এলাকায় একটি মাইক্রোবাস ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। এ মামলায় রফিকুল ইসলাম শান্ত কে ৪৯ ও ৮৬ নং আসামি করা হয়েছে। মামলাটির কার্যকারিতা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে মামলার বাদী মো. শাহীন বাবুকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, মামলার বাদী সম্ভবত ভুলে তার নাম দিয়েছেন। তবে মামলার তদন্তের কাজও শুরু হয়েছে। এ মামলার তদন্ত সাপেক্ষে মৃত ব্যক্তির নামসহ একই নামে একাধিক নাম বাদ দেয়া হবে এবং বিষয়টি আদালতে অবহিত করা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।

মামলা,মৃত ব্যক্তির নাম, এলাকাবাসীর ক্ষোভ,মৃত ব্যক্তি,ক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত