কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮২ হাজার ৫শ’ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) দুপুরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, রোববার (২০ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া গ্রামে মর্জিনা খাতুনের বাড়িতে আসামিদের আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন বাবুল মিয়া (৩২) ও মোছা. মর্জিনা খাতুন (৪৩)। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদকব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ মাদক কারবারিদের হাতেনাতে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।