ঢাকা সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নেট-পাটা উচ্ছেদ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নেট-পাটা উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরার তালায় নেটপাটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উপজেলার শালিখা-দেলুয়া নদীতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মাদরা থেকে কলাগাছি পর্যন্ত নদীপথে এ অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা থানার এসআই জিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা।

অভিযান শেষে ইউএনও দিপা রানী সরকার বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এই অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার প্রতিটি নদী ও খালে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সাতক্ষীরা,জলাবদ্ধতা,উচ্ছেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত