রংপুর আদালতে ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়।
মঙ্গলবার (২২ জুলাই) এই ১৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রংপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।
রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ও ২১ ধারা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা হয়।
বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উপপরিচালক (পদার্থ) মুবিন-উল-ইসলাম মঙ্গলবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান ।
দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচেছ: মো. মোস্তাফিজার (৩৬), মেসার্স মাহি মায়ের দোয়া বেকারী, লাহিরীরহাট, সদর, রংপুর; পণ্য- ব্রেড ও কেক; বিপ্লব কুন্ডু (৫১), মেসার্স ননী গোপাল মিস্টান্ন ভান্ডার, উপজেলা রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি,মো. সোহেল মিয়া (৪২), মেসার্স নিউ ঈগলু আইসক্রিম ফ্যাক্টরী, এলএসডি রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম,মোঃ জমশেদ আলী জুয়েল (৪২), মেসার্স ফুজি আইসক্রিম ফ্যাক্টরী, এলএসডি রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- আইসক্রিম,পুলক কুন্ডু (৫৫), মেসার্স শান্তি মিষ্টান্ন ভান্ডার, বড় মসজিদের বিপরীতে, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই),মো. মামুনুর রশীদ, মেসার্স মামুন সুইটস, মীর মার্কেট, হাসপাতল রোড, বদরগঞ্জ, রংপুর; পণ্য- মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই),মো. গোলাম রব্বানী (৫০), মেসার্স সাগর দইঘর, উত্তর শেখপাড়া, মর্ডান মোড়, মহানগর, রংপুর; পণ্য- ফার্মেন্টেড মিল্ক (দই),মাহাফুজ (৩৫), মেসার্স মেহনাজ ফুডস প্রোডাক্টস, শেখপাড়া, আলামীন বাজার, মহানগর, রংপুর; পণ্য- ফার্মেন্টেড মিল্ক (দই),মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৮), মেসার্স প্রাইড কসমেটিকস এন্ড কোম্পানী, আরাজী তামপাট, নগরমীরগঞ্জ, তাজহাট, মহানগর, রংপুর; পণ্য- লা”ছা সেমাই, সরিষার তেল ও লন্ড্রিসোপ,মোছা. মাহমুদা খাতুন (৩৭), মেসার্স এংরি বার্ডস, মন্ডলপাড়া, রবার্টসনগঞ্জ, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম,রবিউল ইসলাম (৫৫), মেসার্স ভাই বোন আইসক্রীম ফ্যাক্টরী, জিএলরায় রোড, আঙ্গুরমিয়ার ব্রীজ সংলগ্ন, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম,আসিফ মাহমুদ (৪৩), মেসার্স নিউ বনফুল আইসক্রীম কেজি মার্কেট, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম,মো. তৌহিদুল হক (৩৫), মেসার্স এংরি বার্ডস-১ আইসক্রীম ফ্যাক্টরী, রবার্টসনগঞ্জ, মন্ডলপাড়া, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম,মো. মোরশেদুল হক (৫০), মেসার্স নিউ পপি মো. ফ্যাক্টরী, ডাঙ্গীপাড়, মাস্টারপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম,তোফায়েল আহমেদ (৭০), মেসার্স ফুজি আইসক্রীম, কেজি মার্কেট, আলমনগর, মহানগর, রংপুর; পণ্য- আইসক্রীম ।