
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজি চাপায় তাঁত শ্রমিক ননী (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শ্রীখোলা এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
তিনি একই এলাকার আলোকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, নিহত ননী মঙ্গলবার দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় উল্লেখিত স্থানে সিএনজি চাপায় ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মহাসড়কের উল্লেখিত জনগুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকায় এমন দূর্ঘটনা ঘটছে।