ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে সংস্কৃতিসেবীদের কল্যাণ ভাতার চেক বিতরণ

দিনাজপুরে সংস্কৃতিসেবীদের কল্যাণ ভাতার চেক বিতরণ

২০২৪-২৫ অর্থবছরে সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করেছে দিনাজপুর জেলা প্রশাসন।

বুধবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সংস্কৃতিসেবীদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।” অনুষ্ঠানে ২৪ জন সংস্কৃতিসেবীর মধ্যে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাসিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন।

জানা গেছে, এ বরাদ্দে মোট ২৮ জন সংস্কৃতি সেবীকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের জন্য সরকার মোট ৭ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দেয়। তবে তাদের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন এবং আরও ২ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতদের চেক সংরক্ষণ করা হয়েছে, তারা উপস্থিত হলে তা প্রদান করা হবে।

সংস্কৃতিসেবী,কল্যাণ ভাতা,চেক বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত