ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে যাবজ্জীবনসহ ৫ জনের সাজা

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে যাবজ্জীবনসহ ৫ জনের সাজা

সিরাজগঞ্জে ১১ বছর পর গৃহবধূ রিনা হত্যার দায়ে ১ জনকে যাবজ্জীবনসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।

নিহত গৃহবধূ কাজিপুর উপজেলার খাসখুকশিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।

দণ্ডিতদের মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের রোকনুজ্জামান রোকনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এ মামলার অন্য ধারায় তাকে আরো ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া অপর চার আসামি— শেরপুর উপজেলার ছনকা ইটালিপাড়ার ছকিমুদ্দিনের স্ত্রী মালেকা খাতুন, তার ছেলে মাসুদ, ধোপা বটতলার মারুফ হোসেন ও নুর মোহাম্মদ— প্রত্যেকে ২ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

গৃহবধূ হত্যা,যাবজ্জীবন,সাজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত