ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্যাংকলরি উল্টে পড়ে চালক নিহত

সিরাজগঞ্জে ট্যাংকলরি উল্টে পড়ে চালক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরি উল্টে ব্রিজ থেকে পড়ে চালক নিহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের উপজেলার জঙ্গলিপুর জোড়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্রিজের উভয়পাশে প্রায় ৪ কি. মিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর থেকে ওই ট্যাংকলরি বগুড়ায় যাচ্ছিল। এসময় উল্লেখিত ব্রিজের ওপর উঠে এবং ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ট্যাংকলরি উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চালক নিহত হন এবং গুরুতর আহত হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত চালকের পরিচয় এখনও মেলেনি। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাংকলরি,চালক নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত