
শেরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল রানা (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি দল।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে সদর উপজেলার শিমুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া সোহেল রানা সদর উপজেলার টিকারচর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় শেরপুর জেলার পারিবারিক মোকদ্দমা নং-৮৭/২০১৭ এবং সিআর-৮৭/১৭, প্রসেস নং-২৫৬/২৪ এর এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মো. সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বুধবার সকালে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।