সিরাজগঞ্জে মাদক (হেরোইন) মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিশালবাড়ি গ্রামের শাহাদত হোসেন, একই এলাকার ডাবলু হক ও আইআই এলাকার নিমাই সিং।
ওই আদালতের অতিরিক্ত পিপি শামছুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি মামলার বরাদ দিয়ে সাংবাদিকদের জানান, ২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ। এ সময় রাজশাহী থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করলে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাহাদত হোসেন ও ডাবলু হককে গ্রেপ্তার করা হয়। এদিকে একই বছরের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রিজ এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশি করে ২১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নিমাই সিংকে গ্রেপ্তার করে র্যাব -১২ সদস্যরা। এসব ঘটনায় র্যাব ও পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।