ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ফুলবাড়ীতে ইয়াবা ও নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফুলবাড়ীতে ইয়াবা ও নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উপজেলার বারাইটারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালামের নেতৃত্বে এসআই সুফিয়ান ও এএসআই আসাদুজ্জামানসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নাটোরের লালপুর উপজেলার ধানাইদহপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের সেলিম রেজার মেয়ে সানজিদা ইয়াসমিন (২০)।

ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।’

গ্রেপ্তার,দুই মাদক কারবারি,ফুলবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত