ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীপুরে তারুণ্যের উৎসবে নারী সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন

শ্রীপুরে তারুণ্যের উৎসবে নারী সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন

মাগুরার শ্রীপুর উপজেলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, সহযোগিতায় ছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী ব্যানার্জী। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মো. সাইফুল্লাহ, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক এবং জুলাই যোদ্ধা মো. এনামুল হক।

আলোচনা শেষে ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে’ শপথ পাঠ করান ইউএনও রাখী ব্যানার্জী।

পরবর্তীতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ও নাট্য প্রশিক্ষক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় কবিতা আবৃত্তি, নৃত্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক আয়োজন,নারী সমাবেশ,তারুণ্যের উৎসব,শ্রীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত