ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ২

ঠাকুরগাঁওয়ে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ২

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার মুন্সিরহাট বাজার এলাকায় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২৬ জুলাই) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই মারা যান অটোভ্যানের যাত্রী সাজ্জাদ হোসেন।

নিহত সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার বোদা থানাপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোভ্যানচালক মো. আবু সাঈদ (২৮) এবং অপর এক যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভূল্লী থানার ওসি মো. দুলাল উদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত ২,সংঘর্ষে নিহত ১,বাস-অটোভ্যান,ঠাকুরগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত