সিরাজগঞ্জ শহরের মজিব সড়ক এলাকায় শহীদ ক্যাডেট একাডেমির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পরিচালকসহ ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত শিক্ষার্থীর বাবা সোহেল রানা বাদী হয়ে বৃহস্পতিবার আমলি আদালতে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার পরিচালক হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক বুলবুল (৪২)। ওই আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ এ মামলা আমলে নেন এবং সংশ্লিষ্ট থানায় এফআইআর এর জন্য নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী এ্যাডঃ নিখিল চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ৭ মাস ধরে শহীদ ক্যাডেট অ্যাকাডেমির আবাসিকে থেকে ক্যাডেট ব্যাচের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে বাদীর ছেলে এস এম ফারহান সাদিক ফাহিম (১২)। এ আবাসিক শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন সহকারী শিক্ষক বুলবুল এবং তিনি নানা কারণে শিক্ষার্থীদের গালিগালাজ ও বেদম মারধর করেন। আবাসিক শিক্ষার্থী ফাহিম গত ১৭ জুলাই অসুস্থতার কারণে ঘুম থেকে উঠতে পারেনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক ঘুমন্ত শিশু ফাহিমকে এলোপাতাড়ি বেত্রাঘাত করে জখম করা হয়। এ ঘটনা গোপন রাখার জন্য গুরুতর আহত ওই শিক্ষার্থীকে বিভিন্ন ধরণের হুমকি দেয়া হয়।
পরদিন শুক্রবার (ছুটির দিন) শিশুর মা বাবা তার ছেলেকে দেখতে ওই আবাসিক ভবনে যান। এ সময় সহপাঠীরা তার ছেলের মারধরের ঘটনা জানায়। একপর্যায়ে ফাহিমের প্যান্ট খুলে মারধরের আঘাতে জখমের চিহ্ন দেখেন এবং তাকে আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা ওই পরিচালককে অবহিত করেও সমাধান মেলেনি। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ করা হয়। পুলিশ এ ঘটনায় ব্যবস্থা নেয়নি বলে মামলায় উলেখ করেন। অবশেষে ওই পরিচালকসহ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানা ওসি মোখলেছুর রহমান বলেন, বাদীর অভিযোগ প্রাথমিক তদন্তে এ ঘটনায় একটি জিডি রেকর্ড করা হয়েছে এবং এ ঘটনা তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।