ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষার্থীকে মারধরের ঘটনায়

সিরাজগঞ্জে শহীদ ক্যাডেট একাডেমির পরিচালকসহ শিক্ষকের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে শহীদ ক্যাডেট একাডেমির পরিচালকসহ শিক্ষকের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ শহরের মজিব সড়ক এলাকায় শহীদ ক্যাডেট একাডেমির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পরিচালকসহ ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত শিক্ষার্থীর বাবা সোহেল রানা বাদী হয়ে বৃহস্পতিবার আমলি আদালতে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার পরিচালক হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক বুলবুল (৪২)। ওই আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ এ মামলা আমলে নেন এবং সংশ্লিষ্ট থানায় এফআইআর এর জন্য নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী এ্যাডঃ নিখিল চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ৭ মাস ধরে শহীদ ক্যাডেট অ্যাকাডেমির আবাসিকে থেকে ক্যাডেট ব্যাচের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে বাদীর ছেলে এস এম ফারহান সাদিক ফাহিম (১২)। এ আবাসিক শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্বে রয়েছেন সহকারী শিক্ষক বুলবুল এবং তিনি নানা কারণে শিক্ষার্থীদের গালিগালাজ ও বেদম মারধর করেন। আবাসিক শিক্ষার্থী ফাহিম গত ১৭ জুলাই অসুস্থতার কারণে ঘুম থেকে উঠতে পারেনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক ঘুমন্ত শিশু ফাহিমকে এলোপাতাড়ি বেত্রাঘাত করে জখম করা হয়। এ ঘটনা গোপন রাখার জন্য গুরুতর আহত ওই শিক্ষার্থীকে বিভিন্ন ধরণের হুমকি দেয়া হয়।

পরদিন শুক্রবার (ছুটির দিন) শিশুর মা বাবা তার ছেলেকে দেখতে ওই আবাসিক ভবনে যান। এ সময় সহপাঠীরা তার ছেলের মারধরের ঘটনা জানায়। একপর্যায়ে ফাহিমের প্যান্ট খুলে মারধরের আঘাতে জখমের চিহ্ন দেখেন এবং তাকে আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা ওই পরিচালককে অবহিত করেও সমাধান মেলেনি। এ ব্যাপারে সদর থানায় অভিযোগ করা হয়। পুলিশ এ ঘটনায় ব্যবস্থা নেয়নি বলে মামলায় উলে­খ করেন। অবশেষে ওই পরিচালকসহ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানা ওসি মোখলেছুর রহমান বলেন, বাদীর অভিযোগ প্রাথমিক তদন্তে এ ঘটনায় একটি জিডি রেকর্ড করা হয়েছে এবং এ ঘটনা তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

মামলা,শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত