ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় ১১ কেজি ভারতীয় রুপাসহ দুই চোরাকারবারী আটক

দর্শনায় ১১ কেজি ভারতীয় রুপাসহ দুই চোরাকারবারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে প্রায় ১১ কেজি ভারতীয় দানাদার রুপাসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে দর্শনা পৌরসভার আজিমপুর এলাকার একটি ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকার ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) এবং আনারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, ভারত থেকে আনা রুপা আজিমপুর এলাকার একটি গোডাউনে মজুত রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা রাজিউল ও সাগরকে আটক করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে গোডাউনে তল্লাশি চালিয়ে একটি কাগজের কার্টনের ভিতর থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত রুপার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

দুই চোরাকারবারী আটক,ভারতীয় রুপা,দর্শনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত